মায়ের ভাষা

আসাদুজ্জামান খান মুকুল

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

যদিও আমি ভোরের পাখি

ঝর্ণা-গিরি নই,

আপন ছন্দে মায়ের ভাষায়

মনের কথা কই!

এই ভাষাতে কথা বলে

পাই যে পরম সুখ,

বাংলা আমার মাতৃভাষা

গর্বে ভরে বুক!

হৃদয়খানি উজাড় করে

তুলি গানের সুর,

বাঁশির সুরে মাতাল হয়ে

দুঃখ করি দূর।

মায়ের ভাষা রক্ষার তরে

করতে হলো রণ,

রক্তে ভেজা বর্ণমালা

আমার বুকের ধন!

ভাষার তরে দামাল দলে

দিলেন তাদের প্রাণ,

হটিয়ে শেষ পাকিস্তানি

রাখলো মায়ের মান।