ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

খণ্ডিত জীবনাঙ্ক

তুহীন বিশ্বাস
খণ্ডিত জীবনাঙ্ক

নয়তো ফিরিয়ে দেব সুদ সমেত ঋণ

ছিড়ে ফেলে দেব হিসাবের খাতা;

ইরেজারে মুছে যাবে নাটকের পটভূমি

স্বেচ্ছায় ভুলে যাবো গাণিতিক সূত্রাবলী।

খণ্ডিত জীবনাঙ্কের অস্পৃশ্য কুৎসিত দাগ

জেগে ওঠে সময় অসময়ে অন্তরাত্মায়

স্মৃতির ওষ্ঠে জাগ্রত অতীত জীবাণু;

ঠুকরে ছিঁড়ে ফেলে বর্তমান সুখ।

কষ্ট পাহাড়ে নষ্ট সময়; ভ্রষ্ট পথ

ধ্বংস করে সকল জীবনের রথ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত