ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিয়ামক

নুসরাত সুলতানা
নিয়ামক

যখনই ভাবি- ফুরিয়ে যাব,

বিলীন হয়ে যাব।

সূর্যোদয়, সূর্যাস্ত, ভরাকাটাল, মরাকাটাল কিছুতেই

এই পৃথিবীর বিপুল আয়োজনে কোথাও থাকব না আমি।

আমাকে ঘিরে নৃত্য করে আমার ছায়া।

যখনই কল্পনা করি আমার শবদেহ মিশে যাবে মাটিতে

মানসচোক্ষে দেখি কী পরম আনন্দে পোকা চিবুচ্ছে আমার কলিজা, চোখ, ঠোঁট।

তখনই মনে হয় আমিও তো অবশেষে কোনো

কাজে আসলাম!

অন্তত হলাম কারো ক্ষুধার নিয়ামক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত