ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তবুও ভালোবাসি

জসীম উদ্দীন মুহম্মদ
তবুও ভালোবাসি

আজও মস্তিষ্ক থেকে হাই-প্রেশার সরছেই না

সারা দিন তেমন কিছুই করিনি নয়-ছয়

এটা আনো, ওটা আনো... এভাবেই কালের

অপছয়!

তবুও আর কুলোতে পারছি না দাম আর দম

ফুলের টব কিনতে যেয়ে কিনে এনেছি বালতি

বেশ... আর যাই কোথায় ...?

চারদিক থেকে শরের মতো ধেয়ে এল গুলতি!

এইতো জীবন, একবার যাই... একবার আসি

মিঠা হউক, তিতা হউক তবুও ভালোবাসি!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত