গু চ্ছ ক বি তা

সাকিরা নোভার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জীবন এক রোলার কোস্টার

জীবন যেন এক রোলার কোস্টার

উত্থান-পতন, আনন্দ-বিষাদে এগিয়ে চলে-

যদি আমার সকল স্বপ্নেরা হারিয়ে যায় অজানায়

তবু আমি বারবার স্বপ্নের জাল বুনে যাবো।

হতাশা যদি এসে বেঁধে ফেলে আমায়,

আমার হৃদয় ক্ষত বিক্ষত হয় অজানা কোনো কারণে,

রূপকথার পাখি হয়ে ধ্বংসস্তূপ হতে দাঁড়াবো বারংবার।

জীবনের এ খেলায় কভু মানবো না হার,

আমি আশায় বুক বেঁধে উঠে দৌড়াবো আবার

যদি আজ তুমি কেড়ে নাও আমার সকল আনন্দ আর আশা

কাল সুখের রাজ্যের অধিপতি হতে আমি পাবো নাকো ভয়।

আমি আশায় বাঁধি বুক, বিষাদ আমাকে ছুঁবে না,

কোনো বাঁধাই আমাকে পারবে না কাঁদাতে,

আমি সবসময় হাসতে শিখেছি, ভালোবাসি হাসতে,

রূপকথার পাখির মতন আমি হব অমর।

যদি আমাকে আগুনে পোড়াও

যদি আগুনে পুড়িয়ে করো ছাই

আমি আবার জন্ম নিয়ে ফিরে আসবোই।

তোমার দাম আমার জীবনের সমান

এখন আর অন্য কিছু ভাবছি না

শুধু তোমাতেই ডুবে আছি।

তোমাতেই হৃদয় মন সপে দিয়েছি

ভালোবাসার কাঙাল আমি,

তোমার প্রতিক্ষায় প্রতি মুহূর্তে

তোমাকে স্মরণে রাখি শত শত করা

এখন আমার জগত সংসারে মন নেই;

সংসারের সওদাপাতি হাট বাজার

সব কিছু ভুলে গেছি।

আমি আর কৈছুই কিছুই জানি না;

শুধু জানি তোমার দাম আমার জীবনের সমান।

কখন সকাল হয় যা কখন বিকেল,

সে সব মনে থাকে না।

রাত এলে তোমার শূন্যতায়

আরও বেশি ডুবে যাই

কেটে যায় প্রহর অন্য রকম বোবা কানায়!

তুমি নেই তাই বেঁচে থাকায় আনন্দ নেই,

স্বপ্নহীন জীবনে সুখ নেই, সফলতা নেই, বাথতার শেষ নেই!

যদি জানতাম তোমাকে হারাতে হবে

তাহলে ভালোবাসার অনুভূতি বদসে দিতম;

কষ্টের নাম দিতাম সুখ।

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য

এখনো অপেক্ষার প্রহর গুনি,

এখনো তোমাকেই ভালোবাসি,

তোমাতেই আস্থা রাখি।

এখনো তোমাকেই অনুভব করি;

সুগভীর অনুভবে।

এখনো তুমি আর আমি পৃথিবীর আলোচ্য বিষয়;

তুমি আমাকে তোমার ভালোবসায় আশ্রয় দিয়েছিলে-

পৃথিবীর সবাই জানে।

এখনো আমার প্রতি তোমার অসাধারণ মায়ারী দৃষ্টি

দুজনের নিবেদিত মনের শত ভালো লাগায়

আষাঢ়ের মেঘের মতো আচ্ছাদত আঁখি।

ঘুমকে জোর পূর্বক অবসর দিয়ে

নিদ্রাহীন, রাত জেগে জেগে তুমি আর আমি

শত কোটি কথার মালা গেঁথে

সকালের সূর্যোদয় দেখেছি।

দুপুরে এলোমেলো ঘুরে ফিরে

রাতের ঝিঁ ঝিঁ ডাকা পহরে আবার আমরা দু’জন

বুনেছি ভালোবাসার নিপুন, নিখুঁত নকশিকাঁথা।

আমার কোনো অতীত নেই,

তুমি আমার আজীবন বর্তমান।