প্রদীপ শিখায় জ্বলছে আগুন,
এ যেন আমারই জীবন।
এ প্রদীপ কখন যে নিভে যাবে হায়!
কেউ কি মরিতে চাই?
আমার আসবাবপত্র সবই যে দামি,
এসব রেখে আমি কীভাবে মরি?
যৌবন আমার কেটেছে, করে কত মাস্তানি!
এসব কথা মনে পড়লে চোখে গড়ায় পানি।
সোনার সিংহাসন ছেড়ে, বসে আছি মাটিতে!
এ প্রদীপ কখন যে যাবে নিভে।