বহুবার

মো. আশতাব হোসেন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বড় মমতা হয় জেগে উঠে ভয়

তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা কেঁদে মরে

হে মসনদ আরামের, দীর্ঘ সময়ের দাপুটে সহচর।

ভুলে গিয়েছিলাম অতীত সময়ের বাতাসে

উর্বরতা হারিয়ে ফসলের মাঠ হচ্ছে পতিত,

ক্ষণিকের ক্ষমতার সুধাপান করে মনুষ্যত্ব হারিয়ে

ভুলে গিয়েছিলাম সঠিক গমন রাস্তা ঠিকানা।

তবুও করে যাই ধরে রাখার লড়াই

কৌশলের শিকলে বন্দি করে ঘরের মধ্য খামে,

তুমিও হইও অনুগত নিক্ষিপ্ত ঘৃণা পাত্রে,

যেওনা ছেড়ে, দিওনা ফেলে ময়লা স্তূপে।

যা করেছি খেয়েছি যা গোগ্রাসে হাড়গোড় মাংস

অস্থিমজ্জা শিরা-উপশিরায় ঢুকে ঢুকে!

কিযে মজা! আরো খেতে চাই সময়ের কলার চেপে ধরে কিছুকাল।

অভ্যাস অপব্যবহারের পালে দাও হাওয়া পথচলায়

হে লালিত স্বপ্ন বড্ড প্রয়োজন তোমায়,

পাগল হয়ে যাব, হবে সাথে ভক্ত, ভক্তের ভক্ত মাতল,

তোমাকে না পেলে পুনর্বার বারবার ফেরাবার,

হে বাহুবল ক্ষমতার আলো আঁধারের মহাশক্তি।