বসন্ত বন্দনা

নকুল শর্ম্মা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিরহী কোকিলের কুহুতান ...

শিমুলের ফুলে আগুন ঝরা বনবিতান,

প্রিয়ার সন্ধানী চোখে বসন্তের প্রথম প্রহর।

চিত্রাঙ্গদা খুঁজে ফেরে স্বাগতিক হৃদয়

প্রণয় নিবেদনে বসন্তের ডালি,

মধুকরের চঞ্চল পাখায় মাধুকরী বাসনা।

আকাশের তীরে বেয়ে বাতাসের মাতামাতি

একঘেয়েমি দিনান্তের অবসানে নতুনের উল্লাস,

রাঙাপায়ে ফুলের নূপুরে প্রকৃতির নবযৌবন।

স্নিগ্ধ বাতাসে সৌরভের বিকিকিনি

গোধূলির সিঁদুরে সেজে ওঠে দিগন্ত বধূ,

বসন্ত বাহারে সেতারে বসন্ত বন্দনা।