ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অদ্ভুতুড়ে নিবাস

তুহীন বিশ্বাস
অদ্ভুতুড়ে নিবাস

হঠাৎ দেখি তোমার শহরটা বরফে ঢাকা;

ব্যস্ত অলিগলি সব নিথর, নিস্তব্ধ নিস্তেজ,

বিচ্ছিন্ন হয়ে গেছে বৈদ্যুতিক সংযোগও

ঠিক যেন অদ্ভুতুড়ে নিবাসে বন্দী তুমি।

সূর্যের দীপ্তি ছড়ায় না আর চিবুকে;

কুয়াশার চাদর গিলে খায় পূর্ণিমার চাঁদ,

দ্বিপ্রহরে অনুভূত হয় জীবন সন্ধ্যার স্বাদ

বন্দীশালার বালিশে একাকীত্বের যন্ত্রণা।

প্রকৃতির নিয়মে গলে যায় জমাট বরফ;

তোমার কাছে এখন একটা নতুন শহর,

যেখানে তুমি রিক্তবক্ষে দাঁড়িয়ে আছো

স্মৃতিগুলো জীবন্মৃত করেছে তোমায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত