ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তিন চাক্কা

মৌমিতা মাসিয়াত
তিন চাক্কা

রিকশা! ছিলো মোদের ঐতিহ্য

এখন সে তো বাণিজ্য।

পাকা পাকা শহরেতে

শত শত রিকশা ঘোরে।

আহা সে কি সময় ছিলো,

রিকশা মোদের ঐতিহ্য ছিলো।

এখন সেতো লাট সাহেব,

গাড়ি বাইক কিছুরই ধার ধারে না কো

আহা! সে কি সময় ছিলো,

রিকশা মোদের ঐতিহ্য ছিলো।

এখন যে রিকশা মামা

ঝাড়ি মারে শত আনা

ভাগা নেবে কড়ায় গণ্ডায়

পঞ্চাশ শত বেশি হাঁকায়

সে কোন এক দিন ছিলো,

রিকশা মামাও আপন ছিলো।

এখন তারে বললে কিছু,

বিপাকেতে পথচারী।

আহা! সে কি সময় ছিলো,

রিকশাটাই একদিন মোদের গর্ব ছিলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত