অপেক্ষার সময়টা খুব বেশি কিংবা কম,
একদিন সব ফিরে আসবে হুবুহু অবিকল।
কথা বলে উঠবে অনাগত সময়ের বুকে
উচ্চারিত ও অনুচ্চারিত শব্দের শিলালিপি।
দৃষ্টি যেখানে নিষ্প্রভ ওই সীমাহীন দিগন্তে,
অনাগত সেই সময়ের প্রান্তরে
কোথাও থাকবে না লুকোচুরি খেলা
সাপ ও শকুনকে চেনা যাবে এক ঝলকে।
স্থির আলোর বিচ্ছুরণে
কালোকে দেখা যাবে ঠিক কালো
সাদাকে দেখা যাবে ঠিক সাদা।
এই কুহক জড়ানো চোখ দুটো
যদি দৃষ্টি রাখে অতীত সময়ের দর্পণে
তবে দেখা যাবে মুখ আর মুখোশের বিভ্রান্তি,
যেখানে নির্মোহ আত্মারা মুক্তি খুঁজেছিল
চাপা পাথর থেকে নক্ষত্রখচিত আকাশে।