ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেষ বিসর্জন

নকুল শর্ম্মা
শেষ বিসর্জন

অপেক্ষার কুহকে ঝরে পড়ে গোলাপ পাপড়ি...

কাঁটায় গায়ে রেখে গেছে অভিযোগের কাব্য,

অবহেলার দেয়াল টপকাতে পারেনি বিকেলের গল্প।

আবছায়া আলোর খেয়ায় ঝড়ের পূর্বাভাস...

হৃদয়ের বায়নাগুলো মুখ থুবড়ে পিষ্ট সময়ের পদভারে,

বুকের মধ্যে পুষে রাখা ভালোবাসার শেষ বিসর্জন।

স্বপ্নগুলো মনের আঙিনায় আজ উদ্বাস্তু;

চিরতরে পালিয়ে গেলো সুন্দরের মানস প্রতিমা,

দুর্ভেদ্য কান্নার পাহাড়ে নিরবচ্ছিন্ন কাঁটার বসবাস।

ইচ্ছের পায়রাগুলোর পাখা থেমে গেছে...

ভুলের মাশুল আজানুলম্বিত অভিশাপের বোঝা,

গল্পের শেষ অঙ্কে শুধু হতাশার শূন্য জানালা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত