ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৃতনদী অথবা নারী

জসীম উদ্দীন মুহম্মদ
মৃতনদী অথবা নারী

আজকাল রাতের সাথে কয়জনের কথা হয়?

বড়জোর অন্ধকারের সাথে সন্ধি হয়!

অতঃপর ভোর হওয়ার আগেই বিতাড়িত নদী

ফিরে এসে আরেকটি ভোরের মিথ্যে প্রতিশ্রুতি দেয়!

অতঃপর সেও সন্তর্পণে মন্থর এগিয়ে যায়

কোনো এক মৃতনদী অথবা মৃত নারীর মতোন

অবশ্য এই যুগে কে আর দেবদাস হতে চায়?

অলীক আশ্বাসে যদি ভেঙে যায় দেবতার ঘুম

তবে সে কেমন দেবতা?

উপসর্গের পাঠ অনেক আগেই চুকিয়ে দিয়েছি

বড়ো সস্তায় বিকিয়ে দিয়েছি সভ্যতা

নইলে তুমি যতোই পুজো দাও তারে... আমার

অর্ঘ্য থেকে রেহাই পাবে না কোনো অপদেবতা!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত