একাকিত্বের বিরহ ছায়া

জহিরুল হক বিদ্যুৎ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একাকিত্ব কোনো বন্ধুর নাম নয়

এ এক বিষণ্ণতার মর্মভেদী অনুভব!

অনুভবটা এমন সূর্যটা যেমন ঢেকে যায়

এক আকাশ বেদনার ধূসরকালো মেঘে।

মৃত্যু যেমন জীবনের আজন্ম সঙ্গী হয়ে

নিঃশব্দে ছায়ার মতো অনুসরণ করে

সুযোগ পেলেই রুদ্ধ করে অন্তিম নিঃশ্বাস,

একাকিত্বও মৃত্যুর মতো বিষণ্ণ প্রহেলিকা।

নিঃসঙ্গতার কষ্ট নিয়ে জীবনের প্রতিটি ভোর

হারিয়ে যায় নিভৃত রাতের অবগুণ্ঠনে,

আঁধার আর একাকিত্ব হয়ে ওঠে বন্ধুপ্রতিম।

প্রিয় কিছু হারানোর ব্যাথা মুছতে গিয়ে

কেউ নিভৃতচারী হয়ে ওঠে আঁধারের বুকে

আর আঁধার জড়িয়ে ধরে একাকিত্বকে।

জীবনের থাকে নানান রঙ, ষড়ঋতুর মতো

তদ্রূপ জীবনের পথে থাকে শত সহস্র পথ-

এসো আবার স্বপ্ন কুড়াই, যা আছে গৌরব

তা নিয়েই বেড়িয়ে পড়ি আলোর মিছিলে।