ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চৈত্র সংক্রান্তি

মৌমিতা মাসিয়াত
চৈত্র সংক্রান্তি

তিতা খাওন, মিঠা খাওন

শাকান্ন আছে পাতে!

সাথে আছে ডালের বড়া,

আম চুবাইন্না ডাউল,

সবকিছুতেই স্বাদ আছে যে

গরমকালের ধাঁচে।

অতীত যখন হাতড়াই মোরা

ঘেটেঘুটে দেখি,

এই দিনেতে বসে মেলা

কত কি যে কা হা নী।

পূজা হবে চড়ক দেবীর,

নামাজ পড়বে মাঠ খানিতে,

আরও আছে খানাখাদ্য,

পঞ্চব্যঞ্জন সাথে।

সবশেষেতে মিষ্টান্ন যে, রয়ে গেলো পাতে!

তিতা খাওন, মিঠা খাওন

সব রয়ে যায় সাথে,

তারপরেও, কেবল হারায়ে যায় শেকড়।

এখন মোরা সভ্য হলাম,

হাতের মুঠোয় বিশ্ব পেলাম!

সবকিছুতেই এগিয়ে আছি

কেবল পিছাই নিজ ঘরেতে।

নিজ জ্ঞানেতে ঢুকি যখন

হারিয়ে সবই ফেলি

এখন বলি হিন্দুয়ানী,

এসব, করা যায় নাকি?

তিতা খাওন, মিঠা খাওন

ডালের বড়াটাও আছে লগে।

হারিয়ে কেবল নিজ কাহিনী,

শেকড়! আবার সে কি?

তিতা খাওন, মিঠা খাওন

সবই থেকো লগে,

সবশেষেতে চৈত্র সংক্রান্তি তুমি

আশির্বাদ দিও, বিদায় নিও সুখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত