ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জলের ঘটি ও শীতলপাটি

জসীম উদ্দীন মুহম্মদ
জলের ঘটি ও শীতলপাটি

কিছু কিছু বাতিক কোনো না কোনোভাবে থাকুক...

যেমন মৌসুমী, নিয়ত, অনিয়ত বায়ু ওরা আছে

তেমনি ওদের মতোন বাতিকগুলো চিরকাল থাকুক!

কেউ ভালোবাসলে ভালো আর না বাসলেও সমস্যা নেই

দেখছ না, কৈবর্ত্য পাড়া এখন সেই আগের মতোন নেই

আগের মতোন নেই জলের ঘটি

আগের মতোন নেই শীতলপাটি!

তবুও কেন বেচারি কুসুম চাঁদ রাইতে কাঁদলো...?

কে জানে, হয়তো তা অনেক বড় গবেষণার বিষয়

কুসুমের মনে দুঃখ নাকি শরীরে তাও কেউ জানে না!

এখন বেচারি কুসুম কেবল ফ্যাল ফ্যাল চেয়ে থাকে

তার শরীরের মতোন কেবল

আকাশের উদোম শরীরের ভাঁজে ভাঁজে চাঁদ খোঁজে!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত