ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিশ্চুপ থাকা মানে

জাকির আজাদ
নিশ্চুপ থাকা মানে

নিশ্চুপ থাকা মানে নয় সব কিছু মেনে নেয়া

ভুল শুদ্ধ যাই হোক তোমার দিকে টেনে নেয়া

চালাকি করে আমার কার্যকলাপ জেনে নেয়া

অথবা মুখোশের আড়ালের রূপ চেনে নেয়া।

নিশ্চুপ থাকা মানে নয় নিজকেই মেলে দেয়া,

হৃদয়ে লালিত সমস্ত প্রত্যাশাই ঢেলে দেয়া

নিজে আঁধার থেকে সুখের প্রদীপ জ্বেলে দেয়া

রাগ আক্ষেপ ক্ষোভ মন থেকে সব ফেলে দেয়া

নিশ্চুপ মানে নয় যাকে ডাকো তাকে ডেকে দেয়া,

তোমার কার্যত অন্যায়সমূহ গোপনে রেখে দেয়া

পাঠানো বার্তা ভালোবাসার সুরভীতে মেখে দেয়া

হৃদয়ের রসে ঘ্রাণে একটি কবিতা লেখে দেয়া।

নিশ্চুপ মানে নয় ভুল না বুঝে বন্ধন কেটে নেয়া,

ক্রুটি বিচ্যুতি সমূহ জীবনের সঙ্গে সেটে নেয়া

অপরিশোধিত স্মৃতির পথে একা হেঁটে নেয়া

নীরবতার ভাষা কঠিন জীবনটা চেটে নেয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত