ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমি চুরি হতে চাই

তানজীনা ফেরদৌস
আমি চুরি হতে চাই

আমি চুরি হতে চাই, কিন্তু চোরটা ঠিক তুমি হওয়া চাই।

তবে তোমায় মামলা দেব কোন ধারায়?

জানি তুমি খালাস পাবে যদি চুরির বদলে আমার মন হারায়।

আমার হৃদয় চুরির অপরাধে কোন ধারায় দেব শাস্তি?

চোরকে আজীবন হাজতে রেখে হৃদয়ে কীভাবে করবো বন্দি?

আমি চুরি হতে চাই

কিন্তু চোরটা ঠিক তুমি হওয়া চাই-

তুমি হবে কারাবন্দি কয়েদি।

পাবে না জামিন এই হৃদয়ে বন্দি হও যদি।

যদি আপিল করো উচ্চ আদালতে

বাঁধবো তোমায় সাত পাকে, রোজ তোমার প্রেমে পড়ে বানাবো নতুন আইন।

যে আইনে মন চুরির হয় না কোনো জামিন।

আমি চুরি না হয়ে ডাকাতি হতে চাই

কিন্তু ডাকাতটা ঠিক তুমি হওয়া চাই

তবেই তো কারাদণ্ড হবে যাবজ্জীবন।

আমার হৃদয় কারাগারে বন্দি হয়ে

আসামি হবে তোমার মন,

তোমার জন্য কোনটি সহজ, বলো-চুরি না কি ডাকাতি?

তুমি চোর বা ডাকাত যা-ই হও এই হৃদয়ের কারাগারই তোমার নিয়তি-

তোমার কারাগারের রোজনামচার আমিই নায়িকা হবো,

প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি প্রচ্ছদে হৃদয় চুরির সাক্ষী হয়ে রবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত