ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বোধ

গোলাম রববানী
বোধ

মন ফেরাবার নেই অধিকার- চোখ ফেরাবার

অধিকার আছে কি-না জানাশোনা নেই একেবার

কী নির্বোধ ভাবনার চৌদেয়াল: ভাঁটফুল চুপ!

নেই গিরিগিটী ভাবসাব- সে-তো আর হয় না গোলাপ

কত ভাবনা চৌদিক, গেঁথে আছে বেদনার মালা,

হয়তোবা জানা-শোনা শোক নামা; কিমিয়া জানিনা

জেনেছিলাম এটুকুণ্ড মাতৃগর্ভের মতো আঁধার

পৃথিবীর এইসব ঠিক যেনো কবিতার মতো...

তবু ফিরে তাকানোর নেই কোনো বাঁধা ব্যবধান

আজকালকার চোখে পল গঁগা নতুন উদ্যমে

আইসলেন্ডের অগ্ন্যুৎপাতের মতো গলে গলে

যদি নতুনের স্রোতে যেতো ভেসে কালো ছায়া কালে

নিশ্চিন্ত মনে নিতাম মেনে এই প্রেমপত্র আজ

সূর্যচোখে আসলেই আনন্দের খোরাক জোগাতে

কিছু আনন্দ কিছু প্রত্যাশা অন্ধবিষের বোতলে

অমৃত সুধার মতো জেনেশুনে বিষন্নতা মুখে...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত