ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কষ্টকাব্য

জাকির আজাদ
কষ্টকাব্য

(১)

জীবন থেকে তোমায় আমি যতো করে সরাই,

বিভ্রম এবং স্মৃতিগুলোর চলে তুমূল লড়াই

ক্লান্ত স্মৃতির নেই পরাজয় করে মহা বড়াই

করে চলে আর্তচিৎকার আমি যেনো ডরাই।

দুঃখ শোকে মন মরে যায় যন্ত্রণাতে গড়াই,

সময় বুঝে জীবন ঘঁষে তবু আগুন ধরাই

তপ্ত হৃদয় একলা রাখার যতো চেষ্টায় জড়াই

স্মৃতি বিভ্রম পাশাপাশি কা’কে মালা পরাই।

(২)

সামনে আছি বেশ নিকটে তবু আমি অচেনা,

খুবই ভালো জানা তোমার ভালোবাসা পচেনা

ভালোবাসা স্পন্দনের ফুল তাই সহসা মরে না

সামনে আছি বেশ নিকটে তাইতো দূরে সরে না।

দুঃখ কষ্টের অগ্নির উত্তাপে ভালোবাসা গলে না,

যতোই উঠুক নিন্দার ঝংকার তবু কিছু বলে না

বিপক্ষে বাজুক তর্কের সুর কিছু পরে রবে না

সামনে আছি, ভালোবাসা কভু নগ্ন হবে না।

(৩)

ভালোবাসলে কাছে আসলে হাতে হাতে রাখলে,

চলমান নাম বদলে দিলে নতুন নামে ডাকলে

সব ব্যাপারে সবাই শেষে আমায় অগ্রে রাখলে

আমায় দিলে সব অধিকার অন্যের থেকে ঢাকলে।

তোমার সুরভী আমার গা’য় বিনা দ্বিধায় মাখলে,

সার্বাগ্রে তাই দৃষ্টির পলকে তোমার ছবি আঁকলে

সামনে থাকার কথা বলে সদা পিছে থাকলে

জীবন দিয়ে জীবনকে ঠিক কি করে কি ছাঁকলে।

(৪)

লোভে কিংবা ক্ষোভে পড়ে খেলে খেলা চতুর,

আমায় তুমি করে দিলে জন্মের তরে ফতুর।

ফতুর হয়ে পুড়ছি ঘুরছি তোমার থেকে অদুর,

ভুলের ভুলে বিনাশ হলো জীবন যাপন মধুর।

এই জীবনকে দুঃখ কষ্ট ইচ্ছের অধিক ঘষুক,

আরোগ্য হবার ভাবনাবিহীন থাকুক যে অসুখ।

সভ্য সমাজ অসভ্য সব ভাষায় কথা বলুক

চোখে জমাট কষ্টের অশ্রু ক্রমান্বয়ে গলুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত