তুমি চলে যাওয়ার কথা বলে হাসলে চুপি চুপি
আমার হৃদয় কাঁপিয়ে অথচ একটিবারও
বুঝতে পারোনি কী এক ব্যথার কাঁটা
দংশন করেছে আমাকে ভীষণভাবে।
আমি দেখেছি তোমাকে সেদিন সেই প্রথম
চোখ ফেরাতে পারিনি এতটুকু কোনো মুহূর্তে
তুমিও ভীরু চোখে দেখেছো আমাকে সংগোপনে
অভাব ছিল না অপূর্ব মিষ্টি হাসি।
তোমার ওই নেপথ্যে দেখা মৃদু হাসি
দুর্বল করে আমাকে আরও বেশি
চিবুকের একটু ওপরে কালো তিল
কম্পিত ঠোঁটের হাসি যেন ভালোবাসার স্বর্গ
একটা অনিন্দ্য প্রতিমা গড়েছি নিজ হাতে।
অথচ তুমি চলে যাবে অমিত আনন্দের গতিধারা
থামিয়ে অকস্মাৎ আমি একা বসে থাকবো
স্মৃতির বিষাক্ত কীটগুলো দংশন করবে ভীষণভাবে
নিঃশেষ হবো প্রচণ্ড নিঃসঙ্গতায়।