মাকে দিয়ো

কাজল নিশি

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমাকে মিষ্টি কথা বলা শিখিয়েছে যে

সে আজ চলে গেছে বহুদূরে!

এমনকি তার ছায়া থেকেও সরিয়ে দিয়েছে আমাকে

কি আশ্চর্য্য!

দূরে থেকেও তিনি আমার মনে রাজ করে।

চিরচেনা মামুষটি আমাকে ছেড়ে চলে গেছে

আজ থেকে বিশ বছর আগে!

অথচ হৃদয় রাজ্যে আজও তার আনাগোনা চলমান।

মানুষটার ক্ষমতা বিশাল।

অসুখে আক্রান্ত হলে,

প্রথমেই তার নাম উচ্চারিত হয় আমার মুখে বারবার।

যত্ন পেতে চায় শরীর মন।

একটা সময় আমি ছিলাম তার কাছে সবচেয়ে দামি

মা বলে ডাকলে নিজেকে ভাবতো রাজরানি।

তবে কি রাজরানি আমার কোনো ভুলে

অভিমান করে ওই দূর আকাশের তাঁরা হয়ে গেছে?

হে মহান খোদা,

আমার রাজরানিকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিয়ো

পুণ্য যা আছে আমার, সব মাকে দিয়ো।