ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেয়াল ও দরজা

জহিরুল হক বিদ্যুৎ
দেয়াল ও দরজা

জীবনের প্রচ্ছদ ও পটভূমিজুড়ে

কী নিগূঢ় জলজোছনার খেলা!

কোথাও সবুজের বুকে ঝরনার গান

কোথাও ঢেউয়ে কূল ভাঙার আর্তনাদ!

দিনশেষে সময়ের খেরোখাতায় জমা হয়

অবিদিত শব্দের নৈবেদ্য পদাবলী।

অসহ্য যন্ত্রণা যখন ঘিরে ফেলে চারিদিক

হোক তা প্রকৃতিগত বা অনাকাঙ্ক্ষিত,

খুব সহজে তা ভাঙা যায় না

রক্তক্ষরণ হয় শায়কবেঁধা পাখির মতো।

একদিন ওই ক্ষতবুকেই জন্ম নেয় দ্রোহ

জন্ম নেয় শেকল ভাঙার গান,

অপ্রতিরোধ্য হয়ে ওঠে যৌক্তিক চাওয়া

মুক্ত বাতাসে উচ্চারিত হয় বাঁচার স্লোগান।

একটি সংগ্রাম সময়ের ঔরসজাত সন্তান

পূর্ণতার ডানায় একদিন হয়ে ওঠে ইতিহাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত