বিরহ ও বহ্নিশিখা

আবদুল লতিফ

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তুমুল সংঘর্ষ বাঁধে বিরহ ও বহ্নিশিখা,

কে বেশি পোড়াতে পারে!

বহ্নিশিখা শক্তি প্রমাণে বীরদর্পে

জ্বালিয়ে ছারখার করে শহর, বন্দর,

অট্টালিকা, বাড়িঘর

আকাশে ধোঁয়ার কুন্ডলী -

যেন মোচ তা দেয় রক্ত চক্ষু বহ্নিশিখা।

অট্টহাসি বিরহের ঠোঁটে

রাজ্য পোড়ালেও রাজার হাসিতে

ভাটা পড়ে না সদা।

বিরহের ছোঁয়ায় নরকের অদৃশ্য উত্তাপে

পুড়ে ছাই হয় রাজা, রাণী, রাজকন্যা কি’বা

রাজকুমারের কোমল হৃদয়,

পুড়ে সযতনে লালিত স্বপ্নের সংসার

অর্থহীন- অটুট-অট্টালিকার ভেতর বাহির!