ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আক্ষেপ

আজিজ ইসলাম
আক্ষেপ

ইস, যদি -

একবার তাকে কথা বলার সুযোগ দিতাম!

আর একটিবার তাকে বোঝাতে চেষ্টা করতাম!

শেষবার চেষ্টা করতাম দুহাত মুঠোয় পুরে

আর একটু অপেক্ষা করতাম

তার ফেরার!

ইস, যদি-

করজোড়ে মিনতি করে যদি বলতাম

যেও না-

তোমার জন্য আমার পৃথিবীটা আজও এতো মায়াময়

আহা, যদি-

প্রতিটা সকাল সবার আগে

আমার এ দুচোখ তোমাকেই দেখতো

যদি-

অন্যের কথায় জাজমেন্টাল না হতাম,

নিজে বুঝতে আর একটু চেষ্টা করতাম

যদি-

একবার তাকাতাম আমার গহীন মনের দিকে

দেখতাম তার গভীরে তোমার বিপুল বিচরণ

তুমি সেখানে বসে আছ সম্রাজ্ঞী নুরজাহান হয়ে..

ইস, যদি-

চৈত্রের কোনো সোনালি দুপুরে

ক্লান্তির অবসাদে-দুদণ্ড সময়

চোখে চোখ রেখে কাটতো

একবার যদি তোমার হাত ধরে বলতে পারতাম...

তোমার চোখে লেখা আছে অযুত রূপকথা

তোমার ঠোঁটে ফুটে থাকে শাপলা-শালুক, জুঁই

বুকে আমার শিউলি ঝরা পথ

ইচ্ছে মতো হেঁটে যেও যখন তোমার খুশি

যদি, তোমার আমার জীবন

এমন হতো

নাটকের শেষ দৃশ্যের মতো-

তাহলে আমাদের গল্পটা এমন হতো না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত