ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৈশাখের পয়ার প্রচ্ছদ

বজলুর রশীদ
বৈশাখের পয়ার প্রচ্ছদ

বর্ষের অবগাহন লিখতে গিয়ে

হারিয়েছি নৈসর্গিক উপাদান!

বৈশাখের পয়ার প্রচ্ছদ আঁকতে গিয়ে

তাপদাহে জেগে রই অনিদ্রার পাশে

আর দেখতে দেখতে সৌহার্দ্যরে আঙিনায়

ডঙ্কা বাজিয়ে পৃথিবী সঙ্গমে সূর্য উঠে যায়।

স্বপ্ন দেখেছিলাম বৃষ্টির...

মেঘেদের বজ্রকণ্ঠ নেই,

নেই বৈশাখের মুখে ঝড়ের গল্প;

তাই প্রতীক্ষায় কাছে এলো তপ্ত রোদ!

আজ ছায়া হাঁটা মেঠোপথ নেই,

নেই ঝুপ করে নেমে আসা সন্ধ্যায়

কালবৈশাখি দুর্বোধ্য সংকেত!

অতঃপর, বৈশাখ আমাকে ভাবিয়ে দিয়ে গেল

নির্ঘুম রাতের আকাশে একটু প্রশান্তিতে নেই

অকস্মাৎ এই বৃষ্টির শুদ্ধ আহ্বান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত