ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেঘমালা

শারমিন নাহার ঝর্ণা
মেঘমালা

তোমার শহরজুড়ে যখন তাপদহন

চারিদিক হাহাকার -

অম্বরের বুকে মেঘমালা হই

অঝরে বৃষ্টির ফোঁটায় ভিজিয়ে দেই

তোমার চৌচির শহর।

সুধালে কিসের এত টান?

কিসের এত মায়া?

একবার বলো না মেঘমালা?

জানি না কিসের টান জানি না কিসের মায়া,

জনমে জনমে হবো শুধুই পবিত্র ছায়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত