চোখে চোখ রেখে

তোফায়েল তফাজ্জল

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এরা বাঘ নয়, বরং বাঘের মাসি।

চোখে চোখ রেখে পা বাড়াও,

তারা যেভাবেই হেঁটে যাক থাকবে একটু অগ্রগামী।

চলাচল করার রাস্তাটা বাবার সম্পদ নয়,

টিপ-সইয়ে পাওয়া দালিলিক ভিত্তি নেই কারো হাতে।

তাই, রক্তজবা-দৃষ্টি ফেলে পথ আগলে দাঁড়ানোর

এক কাঠি ফাঁকও দেবে না।

দেখবে, এদের ছড়ানো জাল রাতারাতি খেয়ে ফেলছে

গাছ থেকে নামা ছাই-কপালে-ইঁদুরে,

জলেরটা সমুচিত শিক্ষার হাঙরে।

হ্যাঁ, ইটের জবাব দিও না

নিচে নেমে পাথুরে ভাষায়।

সাপে বিষ ঢুকিয়েছে বলে

তুমিও কি তাদের শরীরে করবে দু’পাটি দাঁতের ব্যাখ্যা-বিশ্লেষণ?

শৃগাল-শকুন হয়ে মরায় বা মৃতপ্রায়ে ভাগ বসানোটা

মানুষের ধর্মে অচল পদ্যের মতো।

তবে, ঝড়ের দিনেও কাজে থাকা চাই অবিচ্ছিন্ন, অবিচল।