গ্রাম

আনিসুল হক লিখন

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আজীবন গড়ে তুলি

ইটের শহর

লাশ হয়ে ফিরে আসি

গ্রামের কবর।

এ শহর রাখে না মনে

ভুলে যায়, নিমেষে ভুলে যায়,

মা মাটি জন্মস্থান

আগলে রাখে সবুজ মায়ায়।

মায়ের কাছে এতো হিসেব

থাকে না কভু

চোখের সামনে গেলে সন্তান

সব বেদনা করে নিভু নিভু।

হারোনা বেলা প্রিয় ছেলে খেলা

সব থাকে পড়ে,

তারে ভুলে যাই যৌবন রাঙ্গায়

অলি গলি চত্বরে।

শহরের মোড়ে মোড়ে জমে

কত ঘাম স্মৃতি,

সব রেখে ফিরে আসি

হয়ে অতিথি।