অস্ত্রের নেশা
মো. আসিফ
প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অস্ত্রের নেশায় বুঁদ হয়ে
করছে তারা মানুষ খুন
এখনো কি তোমার ভাঙবে না ঘুম?
রক্তের সাগরে ভাসছে কত মানুষ
এখনো কি ফিরবে না বিশ্ব নেতাদের হুঁশ?
বড় বড় নীতিবাক্য শোনায় যারা
তাজা প্রাণগুলো কেড়ে নেয় তারা।
শোষককে তুমিই করছো অস্ত্র দান
আবার তুমিই দিচ্ছো শোষিতকে ত্রাণ!
বন্ধ কর তোমাদের এই উপহাস
পৃথিবীকে ভাড়ি করে তুলেছে শোষিতের দীর্ঘশ্বাস।
আর কতোইবা সহ্য করবে এসব
ওহে মানুষ তোমরা এখনো কেন নিরব?
অস্ত্রের জবাব অস্ত্রে নয়
মুখে দিতেও কি তোমার ভয় হয়?
পৃথিবীতে ছিলেন যারা মহাবীর
লাগেনি তাদের ধণুক-তীর।
অস্ত্র দেখে কোরো না ভয়
ভালোবাসা দিয়ে করো বিশ্ব জয়।