ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফাঁকা ডায়েরি

মুহাম্মাদ আবিদ হাসান
ফাঁকা ডায়েরি

ছায়া-শীতল আস্বাদনে; হারিয়ে তার আস্বাফলনে,

জড়িয়ে পাই কোলবালিশের হাহাকার।

কুসুমণ্ডকোমল স্নিগ্ধতার নীড়ে, কালো মেঘে ঘিরে সর্বাণী,

খেয়ালে তাই অকাল হারাবার।

ঘুমহীনা ক্লান্ত সৃজন; স্বপ্নহীনার আক্ষেপন,

ছলকে পড়া অভিমানে; বাধ সাধে কথা গোপন।

চলে যাওয়ার মুহূর্তে বিদায় হস্তে অবিচল,

তুমিহীনা কুঞ্জ-কলিকায় প্রভাত আড়ষ্ট-অনর।

ফাঁকা ডায়েরি আজ স্মৃতিহীন;

অসহায় তোমায় ছাড়া,

জানি আজ আমি কথাহীন;

ব্যথিত তুমি হারা।

অবাধ্য হৃদয় করে চেতনা বিলীন,

অশ্রাব্য সময় নিয়ে অশ্রু মলিন।

শুধু ব্যর্থতা খুঁজে যায় গহিনো আনমনে,

ধোঁয়াশায় মরুভূমি করে সে আমায় তার মনে।

চিন্তনে পরাস্ত; ললাটের খাঁজে-ভাঁজে কোনো খানে,

বিমোহিত মর্মতায়; মকূল ঝরা জবানে।

জানি না তুমি কার; কেনো হলে তুমি তার,

পাবো না, করে এ অঙ্গিকার।

দ্বিপ্রহরে দু’হাতে কুড়িয়ে প্রেম যার,

স্বর্গহারা দুয়ারে দাঁড়িয়ে একজন; আমি তার।

চিরতার অভিসন্ধি; জানিয়ে অভিবাধন,

হাসি-কান্না-রাগে মানিকচাঁদ যখন-তখন।

সহায় সোম্য ভীরু বরাবর,

বিদায় সহিষ্ণু রক্ষণে হরবর।

বহাল তবিয়তে উন্মাদনা স্বীকার জল্পনার,

বিব্রতকর প-শ্রম; আমনো কামনা কল্পনার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত