সনদবিহীন রাষ্ট্র তোমার
তুহীন বিশ্বাস
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গঙ্গাস্নানে, তুলশী জলে নিজেকে করো শুদ্ধ
ভুল পাহাড়ে শক্ত দেয়ালে জীবন খাতা রুদ্ধ।
ঠোঁটের হাসির আড়ালে লুকানো মারণ বিষ
নির্বোধের দল খুঁজছে সেথায় উচ্ছ্বাসের শীষ।
অতীত ভুলে লোভের ছলে হীরা ফেলে কাঁচ
সনদ বিহীন রাষ্ট্র তোমার শিক্ষিতদের ধাঁচ;
আমলা কামলা সবাই মিলে ঘুরছে পিছুপিছু
শরাবের পেয়ালা হাতে দিয়ে লুটছে সবকিছু।
শূন্য হস্তে ক্লান্ত হয়ে ঘরে ফিরে শুধু ভাবছো
সর্বস্বান্ত হয়ে তুমি একলা বালিশে কাঁদছো