যতিচিহ্নহীন অসংখ্য শব্দের পসরায়
তোমাকে সাজাই দীর্ঘ পথ পাড়ি দেবো বলে।
জমিয়ে রেখেছি এক আকাশ ভালোবাসা,
মেঘের সীমানায় বসিয়ে পরিয়ে দেবো বৃষ্টির নূপুর।
তুমি আসবে বলে জানিয়ে রেখেছি ঐ বাতাসকে
তোমার নীল শাড়ির আঁচলে এঁকে দিতে
জলছবির মতো কিছু আলপনা।
বৃষ্টির জলে তুমি আমি করবো স্নান,
তোমার স্মিত হাসি বলে দেবে
আমাদের ভালোবাসার অস্ফুট রক্ত গোলাপের কথা।
পূর্ণিমার চাঁদ হবে তোমার কপালের টিপ,
রামধনুর সাতরঙ তোমার অধর কোন ছুঁয়ে
চুপিচুপি বলে যাবে আসছে ফাগুনে তোমায় সাজাবে বসন্ত বাহারে,
মিলনের সন্ধিক্ষণে পরিয়ে দেবে টুকটুকে লাল বেনারসি।