ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সম্পর্কের ভিত্তি

বজলুর রশীদ
সম্পর্কের ভিত্তি

আমাদের দূরত্ব প্রজন্ম দেখছে...

ভুল বোঝাবুঝির ক্ষতবিক্ষত মুখ;

স্বপ্ন থেকে ছিটকে পড়ছে

কেউ কেউ অবহেলা শেখায়।

আরাধ্য সুন্দর নেই শেকড়ে

মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসে নগ্ন প্রেম।

তারপরও প্রজন্মের গল্প শোনাতে হয়,

বিশ্বাসে জন্ম হোক আমরা মমতাময়ী,

প্রেম শেখাই, মনুষ্য ভালোবাসায়

জীবন পাঠের ক্যানভাস...

হয়তোবা- একদিন বুঝবে

সময়ের হাত ধরে গড়ে উঠেছে

মহাকাল থেকে একটা সম্পর্কের ভিত্তি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত