ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হে জমিন পদ্ধতি বলে দাও

ওলি মুন্সী
হে জমিন পদ্ধতি বলে দাও

ছাড়া রূপন করে রেখে আসা

কৃষকের মতো তোমাকে রেখে এলাম

চারদিকে অন্ধকার জনহীন হাওরের বুকে

যেন ব্যাবিলন শহর

জমজম কূপের মতো হাসি মাখা মুখ

ক্ষুদ্র শিশুর মতো আল ধরে হেঁটে

বৈশাখে আসে তোমার গৃহস্থালি ঘর।

বর্ষার পানির মতো অর্থ বিরহে দূরে

চলে আসি তোমাকে চাষ করবো বলে

হে জমিন পদ্ধতি বলে দাও নিরেট পাশে থাকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত