অপেক্ষা...

মাসুম হাসান

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কুয়াশাচ্ছন্ন শূন্য পথে ভেসে বেড়ায়

হীরামন পাখির কুসুমিত সুখস্বপ্নগুলো,

মখমল বাসনায় আত্মসমর্পণের আয়োজনে

নীলের মাঝে লীন হয়ে যেতে চায় পাখিটি

ওর রক্তগোলাপ অবয়বটি নীহার কণায়

হীরের দ্যুতি নিয়ে জ্বলতে থাকে অবিরত,

রোমকূপে দেহের প্রতিটি কোষে কোষে

স্পন্দন ছড়িয়ে দেয় কামনার উত্তাল বুদবুদ।

জীবনের একুশটি বসন্ত কেটে গেছে...

পাখি আজ ও অপেক্ষায় বসে আছে ক্লান্তিহীন,

একাকীত্বের জলসা ভেঙে দিতে, ভালোবাসা নিয়ে

ঝড়ের মতো কেউ একজন সামনে এসে দাঁড়াবে -

গঙ্গা-পদ্মার অববাহিকা হতে তামাটে বরণ

কোন এক প্রেমিক সুপুরুষ অথবা

অন্য কোনো নক্ষত্রপুঞ্জ হতে কোনো একদিন

কেউ একজন আসবে, আসবেই।