ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিনিদ্র রজনী

মো. আশতাব হোসেন
বিনিদ্র রজনী

তোমার শত বাহানা শত লুকোচুরি

আমাকে সতর্ক করতে ভুল করে না,

তোমার মন এখন চঞ্চল চড়ুই পাখির লেজ

যা কিনা স্থির হয় না নিদ্রাকালেও।

তুমি ঘুমাও আর আমি জেগে জেগে দেখি

রাতের আঁধারের নীরবতা বলে দেয়,

সকল ছলাকলার সাতকাহন হিসাব করে

হিসাবের খাতা দেখে মিটিমিটি হাসে চন্দ্র তারা।

সব জমা হয় অবচেতন চেতনার ভাণ্ডে

মাঝে মাঝে বেরিয়ে এসে ঘুমন্ত সিঁড়ি বেয়ে,

ব্যর্থতার ফাঁক খুঁজে পেরেশান হয়ে

আসল ব্যর্থের গ্লানিতে যায় ডুবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত