নূরনাহার নিপা একগুচ্ছ কবিতা

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ভালোবাসা তুমি

ভালোবাসা তুমি -কবিতার মতো সুন্দর

সবুজস্বর্গের মোহনায় ঘ্রাণ, মনোহর,

খোলা আকাশের নিচে উদ্দাম দিন

ভার্সিটি মাঠ, বোটানিক্যাল গার্ডেন

আরেকটু খোলামেলা, আরো বেশি রঙিন।

ভালোবাসা তুমি-

সমুদ্রদ্বিপের একা একটি বাড়ি

তুমি-আমি, একাগাড়ি

পড়ার টেবিলে লুকিয়ে লেখা -চিঠি

আরেকটু সুখ আরেকটু পরিপাটি,

পাখির কলরব, বাঁধনহারা

আরো কিছু কাছে, ক্ষাণিকটা তাড়া।

ভালোবাসা তুমি-

চিচিঙ ফাঁক -

খুলে যাক-

মনের তালা -

হৃদয়ে সাগর হাওয়া আরো উতলা

বর্ষার দিন, দুই মাথা এক ছাতা

অযুৎ ছন্দে লেখা কবিতার খাতা।

ভালোবাসা তুমি-

জীবনের মানে,

ভালোবাসা ছাড়া কে-ইবা আছে

কেবা থাকে কোনখানে।

* * *

ব্যথানদী

অবশেষে একদিন নেমে আসে

বেদনার নীল পাখি,

দু’ঠোঁটে ছড়ায় নীল নীল দুঃখ।

অতপর

দুঃখ মেখে নেয়

কালো রঙ,

রঙ ছড়িয়ে পড়ে আকাশে

কালো দুঃখের মতো।

সেই

মেঘ থেকে হয়

বেদনার কারণ-

বৃষ্টি -

বয়ে যায় ব্যথানদী, নিরবধি।

* * *

নোনাজল

সমুদ্রস্নানে গিয়ে সাগরবক্ষে দেখি,

ভালোবাসার দৌড়ঝাঁপ।

মনে পড়ে লজ্জাবতী ঘাস, উষ্ণচুম্বন,

প্রেমিকপুরুষের লোমোঞ্চ বুকে লুকানো মুখ

ঘাসের উপর নগ্নপায়ে হেঁটে যাওয়া আলতাসুন্দরী দিন।

এইসব আশ্বাস-আলো

আমার বুকের সমুদ্রে কেবল

আঁধার ছড়িয়ে দেয়

বেরিয়ে আসতে চায় সমূহ যন্ত্রণা।

সমুদ্রের নোনাজল

দুচোখে নিয়ে দাঁড়াই সৈকতে

নিশিতে যাপন করি শ্রাবণধারা

ধেয়ে আসে বিষাদণ্ডপ্লাবন,

প্রেম বৃষ্টির অপেক্ষায় -কাঁদে

অবুঝ চাতক মন