ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

! ! বিনিদ্রা বিভাবরী! !

তানজীনা ফেরদৌস
! ! বিনিদ্রা বিভাবরী! !

তুমি ঘুম করেছো চুরি।

তাই বিভাবরী আমার বিনিদ্রা কাটে,

দু’চোখে শুধু দিনের বাহাদুরি।

তুমি রাত করেছো ভোর।

রাতের যত বিষাদ শুষে,

কুরচি, কুসুম, শিমুল মহুয়ায় ভরিয়েছো মনের দোর।

তুমি কেমন বসন্ত হয়ে এলে।

আমার মনের বাগ বাগিচায়,

অশোক পলাশ হিমঝুরি আর মণিমালায় ভরিয়ে দিলে।

তুমি এলে তাই হারিয়েছি শোক হারিয়েছি বিষাদ।

টিয়ে ময়না ফিঙে উড়ে আকাশে,

মনের গাঙে মানিকজোড়া

ডুবসাঁতারে বাজিমাত।

তুমি এলে তাই বৃক্ষগুলো যেন সদ্য যৌবনা নারী।

নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে,

পুরানো সাজের সাথে ছলচাতুরী।

তুমি হইয়ো আমার ষড়ঋতুর সব কয়টি রূপ।

তুমি এসো ভোর দুপুর আর রাতে

এই দু’চোখে ঘুম নিয়ে খুউব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত