ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অভিমানী হৃদয়

নকুল শর্ম্মা
অভিমানী হৃদয়

অভিমানগুলো ফ্রেমবন্দি নিষ্পলক ছবি

মৃত শরীরে জমে আছে পুরনো যত ধূলার প্রলেপ,

বধিরত্ব বাসা বেঁধেছে শ্রবণ যন্ত্রণার বিপরীতে।

কুহক অভিশপ্ত দিশেহারা দৃষ্টি নির্বাক-

বন্দিত্বের শৃঙ্খলে বোবাকান্নার জল গড়ায় নীল সমুদ্রে,

ভালোবাসার অন্তরালে নির্মম তিরস্কারের বেসাতি।

বিশ্বাস অবিশ্বাসের সমরাঙ্গন-

বন্ধনের ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় মনের গভীরে,

সময়ের কালকুট প্রহরীর সরব একাধিপত্য।

অভিমানী হৃদয়ে বেজে ওঠে আর্ত বিদারী প্রলাপ

অবহেলার কষাঘাতে ভালোবাসার অভুক্ত শিকড়,

কালের গহ্বরে হারায় প্রাণহীন যত আবর্জনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত