জীবনটা যেন সাদা বরফ টুকরো
আস্তে আস্তে গলতে থাকে,
শৈশব গলে যায় খুব দ্রুত গতিতে,
ভেসে যায় যৌবন খসে খসে পড়ে
আধমরা কত অলীক স্বপ্ন।
সুখ আর দুঃখ দুটোই এক সময়
পালিয়ে যায় বরফের স্রোতে।
নিথর শরীরটা ছটফট করে
উজ্জ্বল নক্ষত্রের সাথী হওয়ার আশায়,
জীবন বাঁধা অনিশ্চিত মৃত্যু নকঁশায়।