প্রতীক্ষার প্রহেলিকা
জাকির আজাদ
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সেই কবে কখন থেকে অপেক্ষার প্রান্তে আছি দাঁড়িয়ে,
নিজস্ব সফলতার সীমারেখা তীব্র হেলায় মাড়িয়ে
কাছের দূরের সকল বাঁধা নিষেধ বিবিধ ছাড়িয়ে
ঘেউ ঘেউ করে দুর্নাম করা সারমেয়গুলো তাড়িয়ে।
সারা বুকজুড়ে স্বপ্নের রঙে আগমনের চিহ্ন আকিঁয়ে,
যেনো তুমি বিহব্বল হয়ে পড়ো সহসা বার বার তাকিয়ে
আমার দিকে আহলাদে আনন্দে ঝুঁকবে গ্রীবা বাঁকিয়ে
দৃষ্টিতে ভালোবাসার নেশাতুর অভ্র অঞ্জন মাখিয়ে।
বুকের ভেতরকার সুপ্ত আশা-বাসনাগুলো জাগিয়ে,
হৃদয় যে তুমি প্রবেশ ছাড়া রাখবো দুয়ার লাগিয়ে।
মনের মধ্যে তৈরি হয়ে থাকা তিক্ততাগুলো না রাগিয়ে
আমি থাকবো অপেক্ষা প্রতীক্ষা সময়ের চেয়ে আগিয়ে।
আশপাশ দিক নিন্দা ঘৃণা বহর আমার দিক পাঠিয়ে,
আমার অপেক্ষা উপস্থিত এতোটা অগৌরবে কাটিয়ে
নাজেহাল করুক অতীত বর্তমান যাবতীয় ঘাটিয়ে
যথেচ্ছার অপ্রয়োজনে আমাকে নিক অনাদরে খাঁটিয়ে।
হুড়মুড় করে আসুক আসার সংবাদটুকু না জানিয়ে,
নিজকে আমি নিজে আপাদমস্তক নেবো সঠিক মানিয়ে
দৈর্ঘ্য ও প্রস্থ বিহীন একটা আড়স্বর তোরণ বানিয়ে
কোনোরূপ বাসনা লালিত কল্পনার বাহুল্য না টানিয়ে।
সম্ভাষণের তরে রাখব অজস্র ফুলের মালা গাঁথিয়ে,
হাহাকার চিৎকার নয় সহাস্যে নিজস্ব বলয় মাতিয়ে
সহজিয়ার কিছু দৃশ্যমান কোলাহল রাখব পাতিয়ে
একটু হবো না অনুরণিত হবে না স্মৃতিগুলো হাতিয়ে।