ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যথার আলপিন

আবির হাসান
ব্যথার আলপিন

হৃদয়ের দুঃখগুলো বিছিয়ে দিয়েছি শহুরে

কংক্রিটে, শতাব্দীর পরিত্যক্ত প্রাচীর থেকে

খসে পড়ে সুখময় স্মৃতির পলেস্তারা,

আর দিগন্তের পরিশ্রান্ত নোনাজলে ম্লান

হয়ে যায় সহস্র রঙিন সকাল।

সময়ের বিধ্বংসী মরীচিকার ফাঁদে

সব অদৃশ্য হয়ে গেছে আজ-

তবুও ক্ষুধার্ত ডাহুকের মতো সান্ত¡নার জানালা

দিয়ে দেখি অভাবের আকাশ, যার বুক থেকে

ঘৃণার মুখোশ পরে চলে গেছে মর্মস্পর্শী মেঘ।

জীবন যেন তার স্মৃতিচারণের বিষণ্ণ পোস্টার!

সভ্যতার দেয়ালিকায় যাকে বাঁচিয়ে রেখেছে

কয়েকটি ব্যথার আলপিন

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত