ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেঁচে থাকব নিঃসঙ্গতাকে বুকে জড়িয়ে

প্রদীপ সাহা
বেঁচে থাকব নিঃসঙ্গতাকে বুকে জড়িয়ে

আমি দু’হাত বাড়িয়ে সেদিন বৃষ্টিকে ছুঁতে চেয়েছি

বৃষ্টি আমাকে তিরস্কার করেছে, আসেনি ভুলেও

আমি বৃষ্টির অপেক্ষায় শুধু চেয়ে থেকেছি

কিন্তু কোনোভাবেই বৃষ্টি আর ফিরে আসেনি।

আমি হাত বাড়িয়ে সেদিন সাগরকে ডেকেছিলাম

কিন্তু সাগর আমার সাথে কোনো কথা না বলে

আকাশের সাথে মিশে গেছে একান্ত আপন হয়ে

সাগরকে আমি পাইনি কখনও কোনোভাবে।

আমি মেঘের দিকে হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিলাম

কিন্তু মেঘ আমার স্পর্শ না পেয়েই বর্ষণ করলো

অবিরাম বারিধারা বাঁধভাঙা স্রোতের মতো

আমি কোনোভাবেই সেদিন মেঘকে ছুঁতে পারিনি।

আমি পাহাড়কে ধরবো বলে কাছে গিয়েছি

পাহাড় নিজেকে আকাশের কাছে সঁপে দিয়েছে

আমি আর সামনে যাওয়ার সাহস পাইনি ভুলেও

পাহাড়ের সাথে মিতালী আমার হয়নি কোনোদিন।

আমি তোমাকে কাছে পাওয়ার জন্য মুখোমুখি হলাম

কিন্তু তুমি শুনালে ভিন্ন কথা ভিন্ন সুর- সম্পূর্ণ অচেনা

তোমার সুন্দর মুখে আমি ভালোবাসার কথা শুনিনি

নিঃসঙ্গতাকে বুকে জড়িয়ে বেঁচে থাকবো অনন্তকাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত