ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিষিদ্ধ ফুল

সিকতা কাজল
নিষিদ্ধ ফুল

কত শত ফুল ফোটে পৃথিবীতে।

সব ফুলে হয় না পুজো মায়াময় রাতে।

সব ফুল পায় না দেবতার রাঙা চরণ।

সব ফুলে হয় না মানুষের দহন।

কিছু নিষিদ্ধ ফুল ফোটে গোপনে।

ঝরেও পড়ে ক্যানভাসে বিমূর্ত শ্রাবণে।

নিষিদ্ধ ফুল হয়ে ফুটেছি

বুকের অলিন্দে।

গোপনেই চলে আসা-যাওয়া

মন কেন কান্দে!

এভাবেই চলে যাওয়া

ও আসার অভিসার।

অথচ... দেবতার

পদতলে

থাকবার কথা

নিষিদ্ধ ফুলের।

নিষিদ্ধ ফুলের সুরভী মেখে হয়ে ওঠো

অমীমাংসিত আয়ুমতি...

যমুনার চরে

ভেসে যায় প্রবল

ঝড়ে সুমতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত