ঈদ এসেছে ধরার পরে
জাগছে এতে তুমুল সাড়া,
খোকাণ্ডখুকি খুশির তানে
ঘুরছে তারা সারাপাড়া।
কেনাকাটার ধুম লেগেছে
সবাই যেন ধরছে আড়ি,
ধনী যারা কিনছে তারা
নতুন নতুন গয়না শাড়ি।
হাট বাজারে ব্যস্ত হয়ে
ঘুরছে মানুষ দলে দলে,
দীন-দুখীদের কেউ দেখেনি
ভাসছে তারা আঁখির জলে!
তাদের মনেও অনেক আশা
নতুন জামা-জুতা পেতে,
ঈদের রঙে মনের ঢঙে
খোশগল্পতে উঠতে মেতে!
দীন-দুঃখীরা আছে যারা
তাদের কথাও একটু স্মরো,
সহায়তার হাত বাড়িয়ে
তবেই ঈদের নামাজ পড়ো!