ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বদৌলতে

তানজীনা ফেরদৌস
বদৌলতে

তোমার বদৌলতে আজ জগৎ চেনে।

একা চলতে পথ ভুলতো যে মেয়েটি!

কোন পথিক পথ ভুল করলে সে আজ ঠাঁই বলে দিতে পারে,

কোন পথের তেমাথা কোথায় বা কোন পথটি কোন চৌরাস্তায় গিয়ে মিলেছে।

মানুষ না চেনা মেয়েটিও

আজ ধূর্ত, শঠ আর বেঈমান

চেনে।

মানুষের চেয়ে কোনো পশুকে ভালোবাসলে সহজে পোষ মানে সে বিষয়ে মেয়েটি এখন বেশ দক্ষ।

যে মেয়েটির ডিকশনারির কোথাও প্রিয় মানুষকে ভুলে যেতে পারা নামক কোন শব্দ ছিল না।

সেই মেয়েটি আজ কীভাবে অপ্রয়োজনীয় বিষয় বস্তু বা ব্যক্তিকে ভুলতে হয় তার প্রশিক্ষক।

এমন একটা তুমি’র বদৌলতে-ই হয়তো বদলে যায় মেয়েটি!

মানুষ চেনে, জগৎ চেনে, চেনে সমাজ।

তারপর বিভেদ করতে পারে এই সমাজে কিছু মানুষের চেয়ে পশু অনেক দামি, অনেক প্রিয় আর অনেক বিশ্বাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত