শেকড়

মৌমিতা মাসিয়াত

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বৃষ্টি শেষের ঠিক পরেতে

হিমেল হাওয়ায় যায় বয়ে যায়,

রোদ্র চোখের ঝলকানিতে

মাটির সোদা ঘ্রাণ ভেসে আয়

এমন সময় মনটা কেমন!

বারবার যে যায় ছুটে যায়।

নতুন গায়ের ঘ্রাণ পেয়ে আজ

সব ফেলে যে মন ছুটে যায়

সবুজ শ্যামল মাঠ পেরিয়ে,

পাহলের ঘ্রাণ নাক ছাপিয়ে,

মাটির ঘরে যায় ছুটে যায়।

নতুন কিছুর সন্ধানেতে

মনটা শুধু পাখি হয়ে গায়।