ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অভিমানের সিঁড়ি

শারমিন নাহার ঝর্ণা
অভিমানের সিঁড়ি

আমার শহরজুড়ে যখন মেঘপুঞ্জের ঘনঘটা

জানি তোমার শহর জুড়ে তখন-

প্রখর রোদ্দুর ঢেউ খেলে,

দুজনার দুটি অচেনা শহরে

সীমান্ত হয়ে দাঁড়ায় অভিমানের সিঁড়ি।

তুমি সীমান্তপথ পারি দিয়ে যখন

আমার শহরে করো পদার্পণ-

প্রচণ্ড বৃষ্টিতে বিদ্যুৎ চমকায় বারবার,

ভেজা শহরে বয় শীতল সমীরণ,

উড়ে যায় মেঘপুঞ্জ রাঙিয়ে ধোঁয়াশার শহর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত