ক্ষতচিহ্ন

আবির হাসান

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রমের পরিত্যক্ত জমিনে দাঁড়িয়ে

থেকো না হে ব্যর্থ মন! বরং ভেঙে

চূর্ণ বিচূর্ণ হও বিদীর্ণ কাচের মতো,

আর নিভৃতে প্রবেশ করো

ছলনাময়ী প্রতিটা হৃদয়ে! যাতে

আক্রোশের মোলায়েম শরীরে রেখে

যেতে পারো প্রবল অসহাত্বের ক্ষতচিহ্ন-